বগুড়ার শেরপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষের যোগদান
মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়ার শেরপুর সরকারি ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে প্রফেসর মো. রেজাউল করিম প্রধান যোগদান করেছেন।
তিনি রবিবার (১১ জুন) বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। এসময় তাকে কলেজের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তিনি এর আগে ঢাকার মিরপুরের সরকারি বাংলা কলেজের গণিত বিষয়ের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।
তিনি ১৬ তম বিসিএসের মাধ্যমে পঞ্চগড় জেলায় তার অধ্যাপনা শুরু করেন। এরপর তিনি সরকারি শাহসুলতান কলেজ, বগুড়া মজিবুর রহমান সরকারি মহিলা কলেজ ও নওগাঁ ডিগ্রী কলেজে অধ্যাপনা করেছেন।
অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম প্রধানের জন্মস্থান জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বলে জানা গেছে।
উল্লেখ্য, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল গত ৯ জানুয়ারি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। এরপর মাহমুদুল হাসান বকুল ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন।
কোন মন্তব্য নেই