গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন যুবলীগ নেতা ইনোকী
মোঃ ছানোয়ার হোসেন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবহুল আলোচিত ম্যানেজিং কমিটির হাড্ডাহাড্ডি নির্বাচনী লাড়াইয়ের পর বগুড়া শাজাহানপুরে স্বনামধন্য বিদ্যাপীঠ গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পূর্ণাঙ্গ কমিটিতে পুনরায় গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শাজাহানপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত)আলী ইমাম ইনোকী।
আজ বুধবার (৭ই জুন) পুনরায় নির্বাচিত গভর্নিং বডির নতুন কমিটির সভাপতি আলী ইমাম ইনোকীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষকগণ, অভিভাবকমন্ডলী ও শিক্ষার্থীরা।
এর আগে গতকাল (৬ই জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) রাজশাহী প্রদত্ত কলেজ পরিদর্শক হুমায়ূন কবীর স্বাক্ষরিত গভর্নিং বডি অনুমোদন প্রসঙ্গে একটি পত্র অত্র কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। এতে উল্লেখ থাকে যে, চলতি মাসের ৬ই জুন ২০২৩ হতে আগামী ২ (দুই) বছরের জন্য ম্যানেজিং কমিটির এ অনুমোদন পত্র বহাল থাকবে।
নবনির্বাচিত সভাপতিকে বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহীন, শিক্ষক সদস্য আব্দুল মজিদ, আব্দুস সোবহান, শিক্ষক প্রতিনিধি জিনাত জাহান পাতা, গভর্নিং বডির অভিভাবক সদস্য আক্কাস আলী, মোকছেদ আলী, দাতা সদস্য এমদাদুল হক, আওয়ামী নেতা আইয়ুব আলী, আব্দুর রশিদ, যুবলীগ লাল মিয়া, তিতু প্রমুখ।
কোন মন্তব্য নেই