নন্দীগ্রামে তারেক-জোবাইদার বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া আদালতের সাজার রায়ের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বগুড়া-নাটোর মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন প্রমুখ।
কোন মন্তব্য নেই