Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত


    মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়ার শেরপুরে কুসুম্বি উনিয়নে পুকুর থেকে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বাবু মিয়া (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। বাবু মিয়া বোডের হাটের লয়া পাড়া গ্রামের আলা উদ্দিন (আলা) ছেলে। সোমবার সকালে বিষয়টি  নিশ্চিত করে নিহতের বাবা আলা উদ্দিন আলা । এর আগে রোববার রাত ৯টার দিকে লয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    জানা যায়, পুকুরে মটর লাগিয়ে বাবু মিয়া ও রেজাউল পানি সেচ দিতে যায়। হঠাৎ মটরটির বন্ধ হয়ে যায়। তখন বাবু মিয়া মটর পুকুরের পানির ভেতর থেকে তুলতে ডুবদিয়ে নিচে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে হয়ে বাবু মিয়া গুরুতর আহত হয়। তার সাথে থাকা রেজাউল তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যায়।
    এ বিষয়ে শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনি পদক্ষেপ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728