Header Ads

ad728
  • Breaking News

    ফিরে এসেছে ৩১ প্রজাতির বিলুপ্ত মাছ


    বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশে বিলুপ্ত প্রায় ৩১ প্রজাতির মাছ ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বলেছেন, এসব মাছ সারা দেশে চাষের ব্যবস্থা করা হয়েছে।

    রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১’ উপলক্ষে ২৮ আগস্ট সংবাদ সম্মেলনে এ তথ্য দেন মন্ত্রী।

    মৎস্য খাতে আমূল পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিলুপ্ত প্রায় ৩১ প্রজাতির দেশীয় মাছকে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা ফিরিয়ে এনেছি। সেটা আমরা সারা দেশে ছড়িয়ে দিচ্ছি। মৎস্যজাত পণ্য তৈরির খাতকেও সরকার উৎসাহিত করছে। দেশের বিভিন্ন বৈচিত্র্যময় অঞ্চল তথা হাওর অঞ্চল, পাবর্ত্য অঞ্চল, উপকূলীয় অঞ্চলে আমরা ভিন্ন ভিন্ন প্রকল্প নিচ্ছি।’

    ফিরিয়ে আনা এসব মাছের মধ্যে রয়েছে পাবদা, গুলশা, টেংরা, শিং, মাগুর, গুজি আইড়, চিতল, বৈরালী, রাজপুঁটি, মেনি, বালাচাটা, গুতুম, কুঁচিয়া, ভাগনা, খলিশা, বাটা, দেশি সরপুঁটি, কালিবাউশ, কই, গজার ও গনিয়া।

    মন্ত্রী জানান, মাছ চাষে পরিবর্তনের প্রধান কারণ প্রধানমন্ত্রীর সর্বোচ্চ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা।

    তিনি বলেন, ‘সরকারের গৃহীত পদক্ষেপে ইলিশের আকার বৃদ্ধি পেয়েছে, স্বাদ-গন্ধ ফিরে এসেছে, পরিমাণ বেড়েছে। জাটকা নিধন বন্ধ করার সুফল আমাদের সামনে দৃশ্যমান। দেশের মানুষের কাছে যে মাছগুলো দুর্লভ ছিল, সেগুলো ফিরে এসেছে।


    নিউজ ডেস্ক /

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728