Header Ads

ad728
  • Breaking News

    পাষন্ড বাবার দায়ের আঘাতে সন্তান মৃত্যুর পথযাত্রী।




    হবিগঞ্জের বানিয়াচংয়ে বাবার দায়ের আঘাতে পুত্র আহত।

    জানা যায় মন্দরী গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (১৯) দীর্ঘদিন যাবত ব্যাটারী চালিত অটোরিকশা টমটম চালিয়ে সংসারের হাল ধরে আসছিল। 

    কয়েকদিন ধরে তার শারীরিক অসুস্থতার কারনে সে টমটম চালাতে পারছিল না। সে কারনে গত সোমবার বিকালে, খোকনের বাবা ওয়াহিদ মিয়া  বকাঝকা শুরু করে। পরে খোকন,তার বাবার  ভয়ে পাশের একটি ঘরে লুকিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পাষন্ড পিতা খুজে বাহির  ধারালো একটি দা দিয়ে ছেলেকে ঘুমন্ত অবস্থায় আঘাত করিলে মারাত্বক ভাবে আহত হয়ে।পরে স্হানীয়দের সহযোগিতায় উদ্ধার করে  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। 

    পারিবারিক সুত্রে জানা যায় খোকনের পিতা ওয়াহিদ মিয়া একজন মাদকাসক্ত, মাদকের টাকা না দেওয়ায় সন্তানের উপর হামলা চালিয়ে প্রানে হত্যার চেষ্টা চালায়।

    তারা দীর্ঘদিন যাবত হবিগঞ্জ শহরে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।


    অপু আহমেদ রওশন/ হবিগঞ্জ প্রতিনিধি/

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728