Header Ads

ad728
  • Breaking News

    সিরাজগঞ্জের শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

     


    সিরাজগঞ্জের শাহজাদপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১ পতিতা, ৫ খদ্দেরসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

    শনিবার (২৮ আগষ্ট ) ভোররাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের লাল মিয়ার বাড়ি থেকে এদের গ্রেফতার করা হয়। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কাযে লিপ্ত থাকা অবস্থায় এক পতিতা ও খদ্দেরসহ ৬ জনক গ্রেফতার করে। 

    গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নুকালী গ্রামের মৃত হাজী অনাথ আলীর ছেলে লাল মিয়া (৪৩), মৃত আকু প্রামাণিকের ছেলে সানোয়ার প্রামাণিক সানা (৪৬), কোকিলামারি গ্রামের মৃত আক্কেল সিকদারের ছেলে মইনুল শিকদার (৩৬), বাড়াবিল গ্রামের খোরশেদ প্রামাণিকের ছেলে সফিজ উদ্দিন (৪০) ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহিষডাঙ্গা মহল্লার শহিদ প্রামাণিকর স্ত্রী মর্জিনা বেগম (৩৫)। 

    গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728