গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল থেকেই স্বামীর সাথে কথা কাটাকাটি চলছিল। এক পর্যায়ে চামেলী গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে তিনি পেটে ব্যথা অনুভূত হলে প্রতিবেশীদের গ্যাস ট্যাবলেট সেবনের বিষয়টি জানান। পরে প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকেই চামেলী ও উজ্জ্বলের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হতো। মাঝে মাঝেই উজ্জ্বল তার স্ত্রীকে মারধর করতো।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, খবর পেয়ে শুক্রবার রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন উজ্জ্বলকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
নিউজ ডেস্ক //
কোন মন্তব্য নেই