Header Ads

ad728
  • Breaking News

    দারাজের উপহারের ফাঁদে পা দিচ্ছেন নাতো!


    বিভিন্ন সময়ই দেখা যায়, কোকাকোলা, দারাজ, অ্যামাজনের লোগো সম্বলিত কিছু চকমকদার লেখা। মাত্র ২০-৫০ জন বন্ধুকে ফরোয়ার্ড করেই পেয়ে যেতে পারেন সুবর্ণ সুযোগ। অনেকেই কৌতুহলের বশবর্তী হয়ে ফরোয়ার্ড করে থাকেন বন্ধুদের সাথে। 

    কিন্তু আপনি কি জানেন...?

    এটি পুরোপুরোভাবে ভুয়া একটি খবর। নামে বেনামের ডোমেইন কিনে পরিচিত ব্র্যান্ডের লোগো ইউজ করে পাতা হয় ফাঁদ। কেউ এই লিঙ্কে ক্লিক করা মানেই ফাঁদে পা দিয়ে ফেলা। 

    হয়তো আপনার অগোচরেই আপনার ফোনে ইন্সটল হয়ে যাচ্ছে কোনো স্পাই অ্যাপ। যা আপনার ফোনের যাবতীয় তথ্য চুরি করতে সক্ষম। আপনার ইমেইল, ফেসবুক, ব্যাংক ইনফর্মেশন এমনকি আপনার ছবিও চুরি হয়ে যেতে পারে।

    তাই বিশেষজ্ঞরা বলছেন, কোথাও ক্লিক করার আগে অন্তত URL টা চেক করে নিন। কাউকে ফরোয়ার্ড করার আগে অন্তত নিজে নিশ্চিত হয়ে নিন। পরিচিত কোনো কোম্পানীর অফার থাকলে অবশ্যই তাদের ফেসবুক পেজ/ ওয়েবসাইট থেকে নিশ্চিত হয়ে নিন সত্যিই এমন অফার চলছে কিনা। 

    সবার জন্য ইন্টারনেট দুনিয়া হোক নিরাপদ, শুভ কামনা,ভালোবাসা অবিরাম।


    নিউজ ডেস্ক //

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728