Header Ads

ad728
  • Breaking News

    শেরপুর হাইটেক ভাটার বিষাক্ত ধোঁয়ায় ধানের শীষ পুড়ে যাওয়ার অভিযোগ।।


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের হাইটেক ভাটার বিষাক্ত ধোঁয়ায় ধানের শীষ পুড়ে যাওয়ার অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ কৃষকেরা।

    সরেজমিনে জানা গেছে, বুধবার (২৭ এপ্রিল) উপজেলার আমিনপুর গ্রামের হাইটেক ভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের জমির ধানের শীষ পুড়ে গিয়েছে। এছাড়া পাশে পিয়ারার বাগানেরও ক্ষতি হয়েছে এবং ভাটার পাশের নালার ভিতর দিয়ে যতগুলো ঘাস ছিল তাও পুড়ে গিয়েছে।

    এ ব্যাপারে কৃষক আমজাদ হোসেন অভিযোগ করেন, ভাটার আগুন কিছুদিন যাবৎ নিভে ছিল কিন্তু ভাটার মালিকেরা কয়লার সাথে নিম্নমানের কাঠেরগুড়ার সাথে মবিল মিক্সড করে আগুন জালালে প্রচন্ড ধোঁয়ায় চারিদিকে ধান, ঘাস ও গাছের উপরে পরে এবং এসব ধান,ঘাস ও গাছের প্রচন্ড ক্ষতি হয়ে যায়। 

    এ ব্যাপারে ভাটার ম্যানেজার আব্দুল মজিদ জানান, আমাদের জানা মতে ভাটার আগুনের সাথে এসব কর্ম কান্ডের কোন যোগাযোগ নাই।

    এ ব্যাপারে ভাটার মালিক পক্ষের একজনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যদি ভাটার বিষাক্ত ধোয়ার কারনে এ ঘটনা ঘটে তবে আমরা ক্ষতিপুরন দিব।

    ভাটার মালিকদের মধ্যে যারা আছেন তারা হলেন, মোঃ জাকির হোসেন মামুন, ওহেদুজ্জামান জামাল, মোঃ নুরনবী নান্টু, আব্দুল লতিফ, হেলাল উদ্দিন, মোঃ জুয়েল ও হাফিজুর রহমান।

    যাদের জমির ধানের ক্ষতি হয়েছে, মোঃ আমজাদ হোসেন, আবুল কাশেম, মোঃ রুবেল, আব্দুর রশিদ, মোঃ আবু জাফর, আব্দুল কাদের, মোকবুল হোসেন, আশরাফ আলী, শাহীন আলম, জামাল উদ্দিন। 

    এর পর ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেছেন ভবানীপুর ইউনিয়নের বিএস মোঃ আঃ আজিজ। 

    পরে ক্ষতিগ্রস্থ কৃষকেরা ধানের স্যাম্পল কৃষি অফিসার ও ইউএনও সাহেবের কাছে হস্থান্তর করেছেন বলে জানা গেছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728