শেরপুর ঘোগা বটতলায় দুটি কোচের সংঘর্ষ গুরতর আহত ৩ জন।
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া- ঢাকা মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে একতা পরিবহন ও রিজভী ট্রাভেলস মুখোমুখী সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল) বিকাল ৬ ঘটিকায় শেরপুর উপজেলার ঘোগা বটতলা নামক স্থানে দুটি কোচের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৩জন গুরুতর।
প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়, আহত প্রায় ১০ জন্। তারমধ্যে ৩ জন খুবই মারাত্নক আহত হয়েছে।
এ ঘটনায় শেরপুর হাইওয়ে ইন্সপেক্টর বানিউল আনাম জানান, মোট ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায় নি।
কোন মন্তব্য নেই