Header Ads

ad728
  • Breaking News

    শেরপুর কেল্লাপোষী মেলায় রাতে আবার অভিযান


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া শেরপুর কেল্লাপোষী মেলায় রাতের বেলা আবার অভিযান! অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ময়নুল ইসলাম।

    সোমবার (৩০ মে) শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী মেলায় অশ্লীল নাচ ও গান পরিবেশন করছিল।  জুয়া ও লটারি জমজমাট আসর বসার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও শেরপুর থানা দ্রুত অভিযান চালান। পরবর্তীতে প্রশাসন ফিরে আসলে আবার সকল অবৈধ কার্যক্রম শুরু হবার খবর পেলে রাতে আবার অভিযান করেন। এসময় বেশ কজন কে আটক করা হয়।
    এই অভিযানে সহযোগিতা করেন শেরপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এবং একাধিক ইউনিট।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728