Header Ads

ad728
  • Breaking News

    দিঘলিয়ার সম্রাট খুলনার এবং দেশের গর্ব

    ওয়াছিক রাজিব দিঘলিয়া : আজ কলকাতায় উড়ছে লাল সবুজের পতাকা.. উড়াচ্ছে বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার শেখ ফিরোজ আহমেদ সম্রাট।

    বেঙ্গল মটর স্পোর্টস ক্লাব ও ইন্ডিয়ান মটর স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে মটর রেসিং ইভেন্টে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিযোগী খুলনার দিঘলিয়া উপজেলার সম্রাট অংশগ্রহণ করছে। গত ২৯ মে সম্রাট মাত্র ৪ সেকেন্ড এর ব্যবধানে ৪থ স্হান অজন করেছে মটর রেসিং এর এই আসরে। সম্রাটের বাবা শেখ নজীর আহমেদ সাবেক জাতীয় সাইক্লিস্ট ও দৌড়বীদ। সাবেক ক্ক্রিিয়া বিদ সৈয়দ শাহজাহান বলেন এত বড় অর্জন আমরা অবহেলে দুরে সরিয়ে দেই। অথচ একজন ওয়ার্ড মেম্বর বা পাতি নেতার জন্যে গঙ্গাস্নাণ করে আসি। দুর্ভাগ্য আমাদের। সম্রাট আমাদের দেশের গৌরব। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে এই বিরল অবদান রাখায় বাংলাদেশ সরকার ও বেসরকারী প্রতিষ্ঠান গুলোকে শেখ ফিরোজ আহমেদ সম্রাটের প্রতি যথাযথ দৃষ্টি দেওয়ার জন্যে অনুরোধ জানিয়েছে দিঘলিয়ার সবস্তরের জনগণ। সম্রাটের পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে সম্রাটের জন্যে দুআ চেয়েছেন এবং বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন বেঙ্গল মটর স্পোর্টস ক্লাব ও ইন্ডিয়ান মটর স্পোর্টস ফেডারেশনকে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728