বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ০১জন
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৩৪ বোতল ফেন্সিডিল-সহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
র্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রংপুর হতে ঢাকাগামী বাসে ০১ জন ব্যক্তি মাদক কারবারি ফেন্সিডিল বহন করছে, বলে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল ২০২২ ইং তারিখে রাত ০৮.৩০ মিনিটে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী ইস্পাহানী টি লিমিটেড, ডিভিশনাল অফিস এর বিপরীতে বগুড়া ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান (৩৯) কে ১৩৪ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে ফেলে র্যাব-১২
গ্রেফতারকৃত মোঃ জাহিদ হাসান রংপুর সদরের রাধাবল্লভ সার্কুলার রোড এলাকার মোঃ আলেক শেখ এর ছেলে বলে জানা যায়।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়। সেখানে মাদক বিরোধী আইন প্রয়োগ করে আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে জানা যায়।

কোন মন্তব্য নেই