Header Ads

ad728
  • Breaking News

    কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    মোঃ ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি দুলাল হোসেন মন্ডল ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা রাকিবুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছে। 

    রবিবার (২৯ মে) দুপুরে কামারখন্দ প্রেসক্লাবের সভাকক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর সঞ্চালনায় প্রথম অধিবেশনে আলোচনা সভা ও দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রেসক্লাবের সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতি পদে দুলাল হোসেন মন্ডল ও সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম রুবেল নির্বাচিত হন। 

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ । 

    কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দীতায় সহ সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তর ড. এম এ সবুর, সহ সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের ইয়াছিন কবীর, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের নতুন সময়ের রাইসুল ইসলাম রিপন, দপ্তর, প্রচার ও অর্থ বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের আশিক সরকার, সাহিত্য, পাঠাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আজকের পত্রিকার আব্দুল্লাহ আল মারুফ, কার্যকরী সদস্য পদে দৈনিক যমুনা প্রবাহের গোলাম কিবরিয়া দৈনিক মুক্ত খবরের আব্দুর রাজ্জাক রাজ নির্বাচিত হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728