Header Ads

ad728
  • Breaking News

    অসুস্থ রওজার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার

    সুমন হোসেন,বগুড়া জেলাপ্রতিনিধিঃ যে বয়সের বাচ্চাকে নিয়ে বাবা-মায়ের সুখে-আনন্দে দিনাতিপাত করার কথা, সেই বয়সে ইশাল ইমতিয়ার রওজাকে নিয়ে দুশ্চিন্তায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন তার বাবা-মা। বয়স মাত্র ৩ বছর ৬ মাস। আর এই ছোট্ট শরীরেই দুরারোগ্য (লিউকোমিয়া) ALL" (ব্লাড ক্যান্সারে) আক্রান্ত হয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়ার পারভেজ সেতুর একমাত্র মেয়ে "ইশাল ইমতিয়ার রওজা। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    রওজার রোগাক্রান্ত হওয়ায় তার পরিবার,আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার (রওজা)"র সুস্থতা চেয়ে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। পরিবার সূত্রে জানা যায়, রওজা সুস্থ স্বাভাবিকই ছিল। কিন্তু হঠাৎ পাল্টে যায় পরিস্থিতি। গত ১৯ই জুন হাত,পা,মুখ ফ্যাকাশে হওয়ায় ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয় বগুড়া শামসুন্নাহার ক্লিনিকে,সেখানে ডাক্তার টেস্ট করানোর পর জানতে পারে, রওজা দুরারোগ্য ব্যাধি (লিউকোমিয়া) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তারা সবাই হতবাক। ২৫ জুন রওজার" শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকার গ্রীনরোড প্রন্থপথের একটি প্রাইভেট "হেল্প অন্ড হোপ হসপিটালে 'ভর্তি করা হয়,সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের "হেমাটোলজি অন্ড অনকোলজি" বিভাগে স্থানান্তর করা হয়েছে। বর্তমান তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে,তার (রওজা) বাবা বলেন,, IT টেষ্ট করতে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রিপোর্ট দেওয়া কথা রিপোর্ট পাওয়ার পরে ক্যামো থেরাপি দেওয়া শুরু করবে। তিনি তার মেয়ের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728