Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে শিশুদের কাছে গাঁজা বিক্রী


    বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের সীমাবাড়ী ইউনিয়নের চান্দাইকোনা বগুড়া বাজার ব্রীজের পাশেই বেটখৈর নতুন বাজারের চা দোকান্দার মোঃ সেজাব আলী (৪০) শিশুদের কাছে দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রী করছে।

    মঙ্গলবার (২৮ জুন) মোঃ মোন্নাফ (১১) নামের একজন শিশুকে এলাকাবাসী সন্দেহ করলে তার পকেট থেকে এক প্যাকেট গাঁজা পাওয়া গেছে। এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে শিশুটি স্বীকার করেছে যে গাঁজা বেটখৈর বাজারের চা দোকান্দার মোঃ সেজাব আলীর নিকট থেকে ক্রয় করেছে।মোঃ সেজাব আলী (৪০) নিশিন্দারা গ্রামের মোহাম্মাদ আলী শেখের পুত্র।
    এ ব্যাপারে ওয়ার্ডের সদস্য আঃ হামিদ সাহেব অসুস্থ্য থাকায় তার ছেলে মোঃ সোলায়মান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যাপারে কিছু জানেন না।
    সেজাব আলীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
    এ ব্যাপারে শহিদুল ইসলাম রফিক আকন্দকে মোবাইল ফোনের মাধ্যমে জানা যায়, এ গ্রামের অনেকেই প্রকাশ্যে গাঁজা বিক্রী করে, শুধু সেজাব সাজা পাবে কেন? আমরা আগামীকাল এ ব্যপারে বসে সিদ্ধান্ত নেব।
    এ ব্যাপারে শেরপুর থানার এস আই মোঃ শফিকুল ইসলাম জানান, এ রকম একটি ভিডিও ঘটনা আমি শুনেছি। আমি ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজন নিয়ে ব্যাপারটা তদন্ত করব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728