শেরপুরে বাঙ্গালী নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়নে নদীর পাড়ে ছাগল চরাতে এসে এসএসসি পরীক্ষার্থী আসিফ ইকবাল (১৫) নিখোঁজের ২৪ ঘন্টা পর বাঙ্গালি নদী থেকে লাশ উদ্ধার । আসিফ খানপুর ইউনিয়নের বরইতলী চৌধুরী পাড়া এলাকার এরশাদ হোসেনের ছেলে ও সুভলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, গতকাল সোমবার (২৭ জুন) বিকেলে ছাগল চরাতে নদীর পাড়ে যায়। এরপর ছাগলটি দড়ি ছিড়ে বাসায় গেলেও আসিফ বাসায় যায়নি। তখন থেকে আত্মীয়-স্বজনসহ আশেপাশে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ জুন) সকালে রাজশাহী থেকে ডুবুরিদল ৫ ঘণ্টার অভিযানের পর ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার ভাটি থেকে ভাসন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, এক স্কুল ছাত্র বাঙ্গালী নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।
তখন আমরা ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী ডুবুরি দলকে দলকে নিয়ে এসে নদীতে ৫ ঘন্টা অভিযান করে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোন মন্তব্য নেই