শেরপুরের বালেন্দা গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত- ১
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে পারিবারিক জমির বিরোধের জেরে মারামারির এক পর্যায়ে জামাই মোঃ এনামুল হক আহত হয়েছে।
শুক্রবার (০৩ জুন) উপজেলার বালেন্দা গ্রামে মৃত ইব্রাহীম সরকারের ছেলে মোঃ আবু বকর, মোঃ আইবর আলী এবং মৃত ওমর আলী সরকারের ছেলে মোঃ জিহাদ ও জামাই মোঃ এনামুল এর সাথে বাড়ির জায়গায় টিন দিয়ে ঘেরা করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, আবু বকর ও আইবর আলীর বাড়ির জায়গা আমিন দিয়ে সীমানা নির্ধারন করে নেয়। এক পর্যায়ে আজ সকালে সীমানার জায়গায় টিন দিয়ে ঘেরাও দেওয়ার সময় জামাই মোঃ এনামুল হক বাধা দেয় এবং এক পর্যায়ে এনামুল হক তার দাদী শাশুড়ীর হাতে বাড়ি দেয়। তার পর উভয় পক্ষের মোঃ আইবর এবং মোঃ আবু বকর এবং জামাই মোঃ এনামুল হক ও মোঃ জিহাদ হকের সাথে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে জামাই এনামুল হক অসাবধনতা বশতঃ মাটিতে পড়ে গেলে তার মাথা ফেটে যায়।
পরে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। জানা গেছে এনামুল হকের মাথায় ষোলটি সেলাই দেওয়া হয়েছে।
ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ জানান, তাদের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর আগে শালিশ দরবার করে মিমাংসা করে দিয়েছিলাম। আমার জানা মতে উভয় পক্ষই আহত হয়েছে। আমার কাছে এসেছিল কিন্তু তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার কথা বলে দিয়েছি।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
.png)
কোন মন্তব্য নেই