শেরপুরে ভটভটির চাপায় নিহত-১
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুর উপজেলায় আঞ্চলিক সড়কের ভটভটির ধাক্কায় মিজানুর রহমান (৪৮) নামের একজন নিহত হয়েছে।
শনিবার (৪ মে) সকালে বিশালপুর ইউনিয়নের বড় পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজানুর ঐ এলাকার আব্দুল জলিলের ছেলে।
মৃতের বড় ভাই আনিসুর রহমান জানান, ছোট ভাই মিজানুর রহমান সকালে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রানী হাটের দিকে যাচ্ছিল।এ সময় পেছন থেকে একটি ভটভটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর থানার এএসআই শাহাদত হোসেন জানান ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভটভটি আটক রয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে

কোন মন্তব্য নেই