Header Ads

ad728
  • Breaking News

    দিঘলিয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

    ওয়াছিক রাজিব দিঘলিয়া ঃ দিঘলিয়ার ব্রহ্মগাতী ভাসার বিল এলাকায় দিঘলিয়ার বাসিন্দা মৃতঃ আব্দুল গফুর শেখ এর পুএ, মোঃ ইনামুল শেখ এর সাড়ে ৩ বিঘা মৎস্য ঘেরে ঔষধ প্রয়োগ এর অভিযোগ পাওয়া গেছে। ভুক্ত ভোগী মোঃ ইনামুল শেখ জানান গত ৩/৬/২২ ইং সকাল আনুঃ সাড়ে ৯ টার দিকে তিনি তার ঘের দেখতে গিয়ে ঘুরে দেখে বাড়িতে চলে আসে ঠিক একই দিন বিকাল ৪ টার দিকে ইনামুল শেখ আবারও নিজের ঘেরে যায় এবং দেখতে পায় তার ঘেরের বিভিন্ন প্রজাতীর কিছু কিছু সাদা মাছ মরে ভেসে উঠেছে এসময় ঘেরের মাছ হাতে নিয়ে কিটনাকের গন্ধ পায় এবং তাৎক্ষণিক প্রতিশেধক প্রয়োগ করে কিন্তু তাতেও কোন শুফল হয়নি। মোঃ ইনামুল শেখ জানান কে বা কাহারা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে তা তিনি জানেন না এবং কাউকে সে দেখেনি। বিষ প্রয়োগ এ ফলে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ঘের মালিক দাবি করেন।এবিষয়ে মোঃ ইনামুল শেখ দিঘলিয়া থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দিঘলিয়া থানার ডিউটি অফিসার লিখিত অভিযোগ এর বিষয় টি নিশ্চিত করেন এবং তদন্ত করে দোষী দের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে বলে জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728