প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শিবগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ সম্প্রতি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি’র সম্মেলনে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য রাখায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বঙ্গবন্ধু স্কয়ার চত্ত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুল আলম মাস্টার, এমদাদুল হক, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, উপজেলা যুবলীগ নেতা আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক খ.ম শামীম, সাবেক জেলা পরিষদ এর সদস্য মারুফ রহমান মুঞ্জু, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল মোল্লা, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, সাইদুর রহমান, শাহীন শাহ মন্ডল, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, রেজাউল করিম চঞ্চল, বেলাল হোসেন, আসিফ মাহমুদ মিলটন, ছাত্রলীগ নেতা মাসুম পারভেজ মুকুল প্রমুখ।
পরে এক বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।
.png)
কোন মন্তব্য নেই