গাবতলীতে বিভিন্ন চুরির অভিযোগে আটক-০২
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার গাবতলীতে বিভিন্ন চুরির অভিযোগে চোর সন্দেহে ২ চোরকে আটক করেছে গাবতলী থানা পুলিশ।
শনিবার (২৫ জুন) উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামের বিভিন্ন চুরির সঙ্গে জড়িত চোর (১) আনিস (৩৪) পিতা মৃত গুঁতা(২) লাদেন (২৩) পিতা রাসেদুল কে গতরাতে কালু ডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়।
গাবতলী থানাধীন গাবতলী সারিয়াকান্দি, ধুনট সহ আশেপাশের থানা সমূহ মিটার চুরি ,গরু চুরি ,রিক্সা ভ্যান চুরিসহ বিভিন্ন চুরির সঙ্গে জড়িত।
কোন মন্তব্য নেই