Header Ads

ad728
  • Breaking News

    উপজেলা চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল!

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারীর সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে তার চেয়ারম্যান পদ থেকে অপসারণ চেয়ে ঝাড়ু মিছিল করেছেন নারীরা।

    শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

    গত কয়েক দিন আগে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যার রফিক উদ্দিন ঠাকুরের এক নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। ফেসবুকে ভিডিও ছড়ানোর অভিযোগে উপজেলা চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলামের করা মামলায় গতকাল বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক শেখ আরফান আহমেদ ও কুট্টাপাড়া এলাকার তরিকুল ইসলাম নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

    ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন সরাইল উপজেলা শ্রমিক লীগ নেতা শেখ আবুল কালাম। মিছিলটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গ্রেপ্তার দুই যুবকের পরিবারের সদস্যরা ও স্থানীয় নারীরা অংশ নেন।

    এ সময় মিছিলকারীরা নৈতিক স্খলনের অভিযোগে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে রফিক উদ্দিন ঠাকুরের অপসারণ ও তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ছাড়া অবিলম্বে গ্রেপ্তার দুই যুবকের মুক্তি দাবি করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728