নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়নে ৫নং ওয়ার্ডে পুনঃ ভোটে বাবু ইউপি সদস্য নির্বাচিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২৯ শে জুন (বুধবার) ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে পুনঃ ভোট অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুনঃ ভোটে মোঃ মহিদুল ইসলাম বাবু (মোরগ) প্রতীকে ১৪৬৪ ভোট পেয়ে বেসরকারীভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল কাদের (তালা) প্রতীকে পেয়েছে ১৪৩৬ ভোট। উল্লেখ্য, গত ১৫ ই জুন অনুষ্ঠিতব্য বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে ভোটের ফলাফলে দুই প্রার্থী সম পরিমাণ ভোট পায়। যে কারণে উক্ত দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস সালাম। ঘোষিত তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি ছিল প্রচুর। সুষ্ঠু, সুন্দর ও মনরোম পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
কোন মন্তব্য নেই