সিরাজগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ১রাউন্ড গুলিসহ আসামী গ্রেফতার
মোঃ জুয়েল হোসেন ।। নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত মাদক ও অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই/খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৯ জুন রাত্রী ০৯.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন ০৪নং শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল আমতলা বাজার এলাকায় মাদক ও অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ বায়েজিদ আহম্মেদ (১৯) নামে একজনকে আগ্নেয়াস্ত্র (বিদেশী পিস্তল) ও ১রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, আসামী মোঃ বায়েজিদ আহম্মেদ (১৯) সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা মধ্যপাড়া গ্রমের মোঃ আজিম উদ্দিন এর ছেলে।
থানা সূত্রে জানা যায়, আসামী মোঃ বায়েজিদ আহম্মেদ (১৯) এর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
 

 
.gif) 
 
.png) 
.png) 
.png) 
.png) 
 
.png) 
.png) 
 
.png) 
.png) 
কোন মন্তব্য নেই