বগুড়া ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে সারিয়াকান্দির বানভাসি অসহায় ১ হাজার ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার একদল তরুণ আলোকচিত্রীদের সংগঠন বগুড়া ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের দুর্গম হাটবাড়ি চরের ৪০০, চর দলিকার ১০০, ফাজিলপুর চরের ১০০, হাট শেরপুর ইউনিয়নের দীঘাপাড়া চরের ৫০, নয়াপাড়া চরের ৫০, করমজাপাড়া চরের ১০০, কাজলা ইউনিয়নের বেনীপুর চরের ৫০, কুরিপাড়া চরের ১০০ ও টেংরাকুঁড়া চরের ২০০ দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক পুরস্কার পাওয়া আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের নেতৃত্বে নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী কার্যক্রমে অংশ নেন বগুড়া ফটোগ্রাফি ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী সাঈদ খান নোমান, ধুনট ফটোগ্রাফিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ শীল, বগুড়ার তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলাম রাকিব, ফটোগ্রাফি ক্লাবের সদস্য সুজিত আনোয়ার, জোবায়ের রহমান, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান (বর্তমান দায়িত্বে) শওকত আলী, কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উদীচী শিল্পী গোষ্ঠী সারিয়াকান্দি শাখার সাধারণ সম্পাদক সাহাদত জামান, প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ প্রমুখ।
কোন মন্তব্য নেই