Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে গ্রাম্যসালিশে জরিমানা



    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে পরকীয়া প্রেমের সুত্রে ধরে অসামাজিক কাজে লিপ্ত হওয়ায় গ্রাম্য সালিশে দুই লাখ টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে।

    স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাড়ই গ্রামে গোলাম রব্বানীর ছেলে শাহিনের বাড়িতে কপোতকপোতীকে আটক করে এলাকাবাসী। এসময় কৌশলে জাহিদ (২৩) পালিয়ে যায়। পরে ওই গৃহবধুকে অভিযুক্ত জাহিদের বাড়িতে রেখে আসা হয়।

    পরদিন বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে আব্দুস সোবাহান কাজীর ছেলে জাহিদের বাড়িতে স্থানীয় মাতব্বর সাবেক ইউপি সদস্য সালাম, দুলাল তালুকদারসহ গ্রাম মাতব্বরেরা সালিশ বসায়।

    এতে গ্রাম্য মাতব্বরো শাহিনের স্ত্রীর সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়ায় জাহিদের দুই লাখ টাকা জরিমানা করেন।

    এ বিষয় সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. গোলাম মোস্তফা জামান, ঘটনাটি আমি শুনেছি। তবে আমাকে কেউ ডাকেনি। তাই আমি সালিশেও যাইনি। তাই বিস্তারিত বলতে পারছি না।

    শেরপুর থানার এসআই শফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে থানায় এ পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728