শেরপুরে ৭০০ মিটার পাকা রাস্তায় নদীর মাটি মিশ্রিত বালু দিয়ে কাজ করার অভিযোগ
মোঃ নজরুল ইসলাম জাকিঃ নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামের ৭০০ মিটার পাকা রাস্তার কাজ পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান EAN কনস্ট্রাকশন নামক প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামের ব্রীজ থেকে ৭০০ মিটার পাকা রাস্তার কাজ করার কথা। কিন্তু দেখা গেছে নদী খনন করার ড্রেজার মেশিন থেকে তোলা মাটি মিশ্রিত বালু দিয়ে রাস্তার কাজ চলছে।
এ ব্যাপারে উক্ত গ্রামের মোঃ গোলাম হোসেন, পিতা: মৃত আজগর আলী, মোঃ নাইস পিতাঃ মোঃ আলমগীর হোসেন, মোঃ জাহিদ পিতা: মোঃ আঃ গণি, মোঃ রেজাউল পিতাঃ মোঃ আঃ রশিদ, মোঃ বারীক হোসেন পিতা: মৃত চান্দুল্লাহ শেখ এরা প্রত্যেকেই জানান নিম্ন মানের মাটি মিশ্রিত বালু দিয়ে কাজ করছে। এ কাজ করার ফলে কিছু দিণের মধ্যে পাকা রাস্তা নষ্ট ও ভেঙ্গে যেতে পারে।
এ ব্যাপারে সুঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমি শুনেছি রাস্তার কাজ হচ্ছে। আমি আজ গোয়ালজানী গিয়ে সরজমিনে দেখে আসব।
এ ব্যাপারে সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান জিন্নাহ্ বলেন, আমি ভাল মানের কাজ চাই তবে অনিয়ম হলে ঐ এলাকার লোকজনের প্রতিবাদ করা উচিৎ।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম জানান, আমি এ ব্যাপারে জানিনা তবে কাজের অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন মন্তব্য নেই