শিবগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলার শিবগঞ্জ থানার কাজিপুর পশ্চিমপাড়া এলাকার মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৮) এবং একই এলাকার মৃত আব্দুল জোব্বার প্রাং এর ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৭)।
বগুড়া ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি বগুড়ার একটি টিম ০৫/০৭/২২ তারিখ ২০.২৫ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন চন্ডিহারা গ্রামস্থ একটি মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবাসহ মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
.png)
কোন মন্তব্য নেই