Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে এমপিওভুক্তির তালিকায় ৩ শিক্ষা প্রতিষ্ঠান


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বুধবার (৬জুলাই) শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এমপিওভুক্তির তালিকায় বগুড়ার শেরপুর উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে।

    এগুলো হলো- নিন্মমাধ্যমিক স্তরে বেগম সোনাভান নেদু প্রামাণিক জুনিয়র স্কুল, মাধ্যমিক স্তরে পেচুঁইল উচ্চ বিদ্যালয় এবং টেকনিক্যাল কলেজ স্তরে ইমেকো টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।

    এছাড়া দাখিল মাদ্রাসা এবং কলেজ স্তরে কোন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য নাম আসেনি।মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কার্যকর হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা বা অভিজ্ঞতা নিয়োগকালীন বিধি-বিধান ও সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক প্রযোজ্য হবে।

    শিক্ষক নিবন্ধন চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির সুযোগ পাবেন। পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ প্রযোজ্য হবে।

    এমপিওভুক্তির জন্য বিবেচিত হওয়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে, সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। পরবর্তীতে কাম্য যোগ্যতা অর্জন করলে স্থগিত এমপিও অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728