Header Ads

ad728
  • Breaking News

    বিএনপি নেতা লিপনের স্ত্রীর মৃত্যুতে শাজাহানপুর উপজেলা বিএনপি'র শোক প্রকাশ

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপনের সহধর্মিনী নাহিদা সুলতানা সনি(৩৮) ইন্তেকাল করেছেন (ইন্না -লিল্লাহে ওয়া ইন্না- ইলাইহে রাজিউন)। গত বুধবার ১৩জুলাই রাত ৯:৪৫ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    বিএনপির নেতার স্ত্রী নাহিদা সুলতানা সনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন শাজাহানপুর উপজেলা বিএনপি সাংগঠনিক দ্বায়িত্ব প্রাপ্ত নেতা ও গাবতলি উপজেলা বিএনপি'র সভাপতি, গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মোরশেদ মিলটন সহ বিএনপি'র অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । একইসাথে নাহিদা সুলতানা সনি এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন ও তার রূহের মাগফিরাত কামনা করছেন, শাজাহানপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি, সরকারী আজিজুল হক কলেজের সাবেক জিএস, বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক চেয়ারম্যান আলী হায়দার তোতা এবং সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির অন্যতম সদস্য আবু সাহিন সানি সহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ উপজেলা বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । তারা মহান রাব্বুল আলামীনের কাছে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও পরিবারবর্গকে এই বিশাল মৃত্যুশোক কাটিয়ে ওঠার প্রার্থনা করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728