Header Ads

ad728
  • Breaking News

    বানিয়াচংয়ে খৎনার অনুষ্ঠানে দধি খেয়ে শতাধিক অসুস্থ।।হাসপাতালে ভর্তী অর্ধশত।।

    স্টাফ রিপোর্টারঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে খৎনা অনুষ্ঠানে দধি খেয়ে শতাধিক লোকজন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

    অসুস্থ লোকজনের মধ্যে অর্ধশত লোকজন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী রয়েছেন। ঘটনাটি ঘটেছে,বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খন্দকার মহল্লায়। এলাকাবাসী সূত্রে জানাযায়,খন্দকার মহল্লার মৃত আলকাছ মিয়ার পুত্র সেলিম মিয়ার বাড়িতে তার ছেলে আরিয়ান(২)এর হৎনা অনুষ্ঠান ছিলো। সেলিম মিয়ার পুত্র আরিয়ানের অনুষ্ঠানে আত্বীয় স্বজনসহ পাড়া প্রতিবেশীকে দাওয়াত করা হয়। দাওয়াত অনুযায়ী ১৬জুলাই শনিবার দুপুর থেকে দাওয়াতী লোকজন সেলিম মিয়ার বাড়িতে আসেন। এবং অনুষ্ঠানে আগতদেরকে বাবুর্চি দ্ধারা রান্না করা মাংস,ডাল,দধিসহ অন্যান্য খাবার দিয়ে পরিবেশন করা হয়। কিন্তু এদিকে খাবারের পর থেকে আরিয়ানসহ সবার আস্তে আস্তে পেট ব্যাথা শুরু হয় এমনকি কারও পাতলা পায়খানা (ডায়রিয়া)দেখা দেয়। এ অবস্থা কিছুক্ষণের ভিতরে ভয়াবহ আকার ধারণ করে এবং আগত শতাধিক লোকজন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থরা কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলেও খবর পাওয়া যায়। এছাড়াও বর্তমার্নে ৫০জনের মতো অসুস্থ হয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানান। অসুস্থদের মধ্যে অধিকাংশ শিশু বাচ্চা ও মহিলারাই রয়েছেন। তবে দধি'র মধ্যে অতিরিক্ত কোন কিন্তু মেডিসিন দেওয়ার কারনে এমনটা হতে পারে বলে ধারনা করছেন প্রাথমিক চিকিৎসা দেওয়া ফার্মসিস্টগন। এমনকি অসুস্থ হওয়া পুরুষ ও মহিলারা অনেকেই দধি খাওয়ার পর পরই তাদের পেটে ব্যাথা শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(ইউএইচও)ডাঃ শামীমা আক্তারের মুঠোফোন(০১৩০৪-০২৩৪৩৯)নাম্বারে যোগাযোগ করা হলে,কোন সাড়া না পাওয়ার কারনে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728