রাজশাহী রেঞ্জে বিশেষ পুরষ্কারে ভূষিত শাজাহানপুর থানার এস আই আরিফ
শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ চলতি বছরের জুন মাসে' উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ রাজশাহী রেঞ্জে বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন বগুড়া জেলার শাজাহানপুর  থানা পুলিশের সাব-ইন্সপেক্টর আরিফুল ইসলাম। সমবার দুপুরে রাজশাহী রেঞ্জ অফিসে রেঞ্জের ডি আই জি মোঃ আব্দুল বাতেন বিপিএম এই সম্মাননা পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন এডিশনাল ডি আই জি কে এম মোজাহিদুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।
তিনি ইতি পূর্বেও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বগুড়া জেলা পুলিশের সম্মাননায় ভূষিত হয়েছেন।
পুরস্কার প্রাপ্তির পর এস আই আরিফ  বগুড়া পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল,  অফিসার ইনচার্জ শাজাহানপুর থানা,  পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ পুলিশ টিম শাজাহানপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার  ইন্সপেক্টর (তদন্ত)আব্দুর রউফ বলেন, তার কাজের স্বীকৃতি থানার সকলের কাজের আগ্রহ বাড়িয়ে দেবে।
 
.png)
 
.gif) 
 
.png) 
.png) 
.png) 
.png) 
 
.png) 
.png) 
 
.png) 
.png) 
কোন মন্তব্য নেই