আজমিরীগঞ্জে ভারতের শিলং থেকে পরিচালিত অনলাইন দুই জুয়াড়িকে আটক পুলিশ
আকিকুর রহমান রুমন-বিশেষ প্রতিনিধিঃ-হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের অনলাইন ভিত্তিক এন্ডিং জুয়াখেলার সহিত জড়িত থাকার অভিযোগে ২ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ।জানা যায়,
আজমিরীগঞ্জে ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে পরিচালিত অনলাইন ভিত্তিক এন্ডিং জুয়াখেলা পরিচালিত হয়। বিষয়টি জানতে পেরে আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ 
মোঃ মাসুক আলী ওই জুয়াখেলার সহিত জড়িতদের আটকের নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায়,
গতকাল সোমবার ওই জুয়াখেলায় জড়িত জুয়ারিদের আটক করতে বিভিন্ন আস্তানায় অভিযান চালায় পুলিশ।
এসময় জুয়ারিরা তাদের আস্তানা থেকে দৌঁড়ে আত্মগোপন পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে।
কিন্তু এদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পালিয়ে যাওয়া জুয়াড়িদের গ্রেফতার অভিযান চালান আজমিরীগঞ্জ চরবাজারের মেডিল্যাব হাসপাতালের অদূরে নৌ-টার্মিনাল রোডের একটি মশলা মিলের দোকান ঘরে।
সেখান থেকে পৌরসভাধীন শরীফনগর গ্রামের বাসিন্দা মৃত কুদ্দুছ মিয়ার পুত্র সেলিম মিয়া (৩৫) ও কিশোরগঞ্জের  ইটনার ৩ নং মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা মোঃ উছমান মিয়ার পুত্র ফক্কর মিয়া(৩৮)কে জুয়াখেলার আলামত সহ বিকাল ৪টার দিকে আটক করতে সক্ষম হন এবং থানায় নিয়ে আসেন।
এ সময় তাদের নিকট থেকে জুয়াখেলায় ব্যবহৃত খাতা,দু'টি মোবাইল সেট জব্দ করা হয়।
অপরদিকে এই দুই জুয়ারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
কিন্তু এই দুই জুয়াড়িকে ছাড়িয়ে নিতে এলাকার একটি দালালচক্র রাত ১০ টা পর্যন্ত জোর তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন।
থানা পুলিশের অন্য একটি সূত্রে জানাযায়,
এই দালাল চক্রটি ২ জুয়াড়িকে ছাড়িয়ে নিতে নগদ ১০ হাজার টাকা অফার করেও কিন্তু আমাদের ওসি মহোদয় ও পুলিশের কটোর ভূমিকা ও অবস্থান দেখে,
অবশেষে নিরুপায়ের মতো এই দালাল চক্রটি নিজেদের বাঁচাতে থানা ত্যাগ করে উদাও হতে বাধ্য হয়।
এব্যাপারে আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি)মাসুক আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এন্ডিং জুয়াখেলার অপরাধে দুই জুয়াড়ি আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,এই জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।
 
.png)
 
.gif) 
 
.png) 
.png) 
.png) 
.png) 
 
.png) 
.png) 
 
.png) 
.png) 
কোন মন্তব্য নেই