Header Ads

ad728
  • Breaking News

    মিল্টনের মুক্তির দাবীতে শাজাহানপুর গোহাইল ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি , সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন বিএনপি।

    রোববার(১৭ জুলাই) বিকেলে উপজেলার গোহাইল ইউনিয়নের নাটোর -বগুড়া মহাসড়কের জামাদারপুকুর স্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালোনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজী, ছাইফুল ইসলাম তোতা, ওয়ার্ড সভাপতি মোশারফ হোসেন, সাইদুর রহমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, নাজুমিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান এনামুল হক, সেলিম, ফরিদুল ইসলাম, দুদু মিয়া, ইনসান আলী, আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ছাত্রনেতা আশরাফুল ইসলাম, রিমন , হালিম তারেক, তোহা, জিল্লুর, রিফাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা রায়হানুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। সমাবেশে বক্তারা বলেন, বিনাভোটে নিশিরাতের হাসিনা সরকার বিরোধীদলকে কোনঠাসা করতে সারাদেশে একের পর এক বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করছে। দূর্বার আন্দোলন সংগ্রামের মাধ্যমে কারাবন্দি নেতাদের মুক্তি ও অবৈধ সরকারের পতন ঘটানো হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728