শেরপুর উপজেলা বিএনপির মনোনয়ন তুললেন যারা
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহবাক রোজাউল করিম বাদশা ও সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী বেলাল, আলী আজগর তালুকদার হেনা সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
বুধবার (২০ জুলাই) রাত সাড়ে আট ঘটিকায় মনোনয়ন ফরম বিক্রী করার শেষ সময় ছিল। মনোনয়ন ফরম সংগ্রহ করতে শেষ সময় পর্যন্ত বগুড়া জেলা নেতৃবৃন্দের অপেক্ষা করতে হয়েছে।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও শাহ আলম পান্না মোট দুই জন এবং সাধারণ সম্পাদক পদে ফরম সংগ্রহ করেছেন ভিপি রফিকুল ইসলাম মিন্টু ও শফিকুল ইসলাম আরফান মোট দুই জন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন হাসানুল মারুফ শিমুল, আরিফুর রহমান মিলন, জাহিদুর রহমান টুলু, আব্দুল মোমিন ও মোঃ শফিকুল ইসলাম শফিক।
.png)
কোন মন্তব্য নেই