Header Ads

ad728
  • Breaking News

    জেলা ছাত্রদল নেতা সেতু"র মেয়ের আশুরোগ মুক্তি কামনা করে আজিজুল হক কলেজ ছাত্রদলের দোয়ার মাহফিল অনুষ্ঠিত

    সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়ার পারভেজ সেতুর মেয়ে মোছাঃ ইশাল ইমতিয়ার বুশরার (রওজার) সুস্হতা ও আশু রোগমুক্তি কামনা করে দোয়ার মাহফিলের আয়োজন করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

    আজ বুধবার (২০ই জুলাই) বাদ যোহর জামিয়া আরবিয়া মাদ্রাসা ও এতিমখানায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্দোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার ও এতিমখানার শিক্ষক । মোনাজাতে রওজার আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানানো হয়। এসময় দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা" ফারকাদ সানজি বাঁধন , মাহমুদুল হক,রাফিউল আল আমিন, আলমগীর হোসাইন, মাহবুব,আবু জাফর, শরিফুল, মাসুম, হালিম, নাহিদ, বুলবুল,রাফাত, সাকিব, শাহাদাৎ,সুপ্ত প্রমুখ। ইশাল ইমতিয়ার রওজা দীর্ঘদিন ধরে দুরারোগ্য লিকুমেনিয়া ALL" (ব্লাড ক্যান্সারে) রোগে ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঢাকায় পিজি হাসপাতালে অবস্থান করছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728