ধুনটে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি
সুমন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে সাদ্দাম হোসেন নামের এক এনজিও কর্মীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।রোববার (৩ই জুলাই ) রাত্রী অনুমান ১০ টার দিকে পৌর এলাকার পশ্চিম ভরনশাহী তার নিকট আত্মীয়ের বাসায় উঠোন থেকে এ চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেল মালিক সাদ্দাম হোসেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের বাদশা মিয়ার ছেলে।
সাদ্দাম হোসেন জানান, তিনি একটি বেসরকারি এনজিও"র কাশিনাথপুর বাজার,শাহজাদপুর, সিরাজগঞ্জ শাখায় কর্মরত রয়েছেন এবং ঘটনার কিছুক্ষণ আগে তিনি ধুনটে ব্যাক্তিগত কাজে তার খালার বাড়িতে যান ও রাত্রি অনুমান ১০টার দিকে একটি ডিসকোভার ১২৫ সিসি মোটরসাইকেলটি উঠোনে রেখে তিনি ও তার খালাতো ভাইয়ের সঙ্গে খাবার খেতে রুমে যান। পরে অনুমান সাড়ে ১০ টার দিকে সে রুম থেকে বের হয়ে তার (বগুড়াঃ হ ১৫-৮৩৪৭) নম্বর প্লেট বিশিষ্ট মোটরসাইকেলটি আর দেখতে পান না।
পরে অনেক খোজাখুজি করে না পেয়ে ধুনট থানায় মোটরসাইকেল চুরি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ করেন বলেও জানান এ এনজিও কর্মী সাদ্দাম হোসেন।
ধুনট থানার উপপরিদর্শক এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, মটরসাইকেল চুরির ঘটনার অভিযোগ টি আমরা পেয়েছি। চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।
.png)
কোন মন্তব্য নেই