শেরপুরে বিদ্যুৎস্পৃস্টে এক গৃহবধূর মৃত্যু
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া শেরপুরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমতা খাতুন ( ৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯ টায় শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বনমরিচা উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মমতা খাতুন ওই গ্রামের আবু কালামের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালবেলা থালা বাসন মাজতে টিউবওয়েলে যান। টিউবলের সঙ্গে মোটরের বৈদ্যুতিক সংযোগ থাকায় পানির জন্য সুইচ দিতে নিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, এ বিষয়ে শেরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
.png)
কোন মন্তব্য নেই