মাছ ধরতে পুকুরে নেমে দুই শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে পুকুরে মাছ ধরতে নেমে দুই শিশু ডুবে মারা গেছে।
উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো দক্ষিণ লাউফুলা গ্রামের মোস্তফা আলীর ছেলে ৯ বছরের মো. তানভীর এবং প্রবাসী হাফিজুর রহমানের ছেলে ১২ বছরের জিহাদ ইসলাম।
প্রতিবেশী মোশাররফ হোসেন ও সাইদুর রহমান জানান, পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় তানভীর, জিহাদসহ লিমন নামে আরও এক শিশু। একপর্যায়ে তানভীর ও জিহাদ পুকুরে ডুবে যায়।
এ সময় লিমন বাড়িতে গিয়ে জানালে লোকজন এসে শিশু দুটিকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিউজ ডেস্ক/ সি-প

কোন মন্তব্য নেই