শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নানের মৃত্যুতে উপজেলা বিএনপির শোক প্রকাশ
মোঃ নজরুল ইসলাম জাকিঃ জাতিয়তাবাদী দল (বি এন পি) এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও শেরপুর উপজেলা বি এন পির সাবেক সভাপতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান (ইরাকী মান্নান) ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ অক্টোবর বুধবার রাত ১০ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পারিবারিক সুত্রে জানাযায় গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ্য হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি ঢাকায় বারডেম হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে বুধবার রাত ১০ টার দিকে তিনি ইন্তেকাল করেন।
কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল মান্নানের মৃত্যুতে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারন সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও মোঃ শফিকুল ইসলাম সফিক শোক প্রকাশ করেছেন এবং সেই সাথে মরহুম আব্দুল মান্নানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই