Header Ads

ad728
  • Breaking News

    সিরাজগঞ্জে ‘হাসিওয়ালা’ ফিল্মের শুটিং : হিরো আলম

    হিরো আলম। তার নামের সঙ্গে ভাই’রাল শব্দটি যেন ভীষণভাবে জড়িয়ে আছে। তাকে ঘিরে শত আলোচনা-সমালোচনা। এই তো মাসখানেক আগে বি’কৃত সুরে রবীন্দ্রসংগীত গেয়ে পুলিশের কাছে মুচলেকা দিয়েছিলেন তিনি। এরপর আর গানের চৌকাঠ পেরোননি। তবে এবার কবি রূপে আসছেন এই অভিনেতা।

    ‘হাসিওয়ালা’ নামে পোয়েটিক ফিল্ম নির্মাণ করছেন অতিন্দ্র কান্তি অজু। সেই কবিতাটি আবৃত্তি করেছেন হিরো আলম। এর সংগীতায়োজন করেছেন মাহাবুবুর রহমান টুনু। গত রোববার রাতে সংবাদমাধ্যমকে এ কথা নিজেই জানিয়েছেন হিরো আলম। এদিন সিরাজগঞ্জে ফিল্মটির শুটিংও শুরু করেছেন হিরো আলম।

    শুটিং স্পট থেকে তিনি বলেন, ‘আমি তো নানা কিছু করেছি। এবার একটু ভিন্নভাবে আসছি, কবি হয়ে। আজকে শুটিং শুরু করলাম। সপ্তাহখানেক লাগবে শুটিং শেষ হতে।’

    কাজটি নিয়ে ব্যাপক আশাবাদী হিরো আলম। নাম হাসিওয়ালা হলেও লোকজন যাতে এটা নিয়ে হাসাহাসি করতে না পারে এমন প্রত্যয় নিয়েই ১০-১২ মিনিটের এই ফিল্মটি করছেন বলে জানালেন তিনি। হিরো আলম বলেন, ‘এটা নিয়ে দুই মাস ধরে অনেক পরিশ্রম করেছি। যাতে ভালো হয়, লোকজন যাতে ট্রল করতে না পারে সেভাবেই করছি। খুব দ্রুতই রিলিজ হবে। কয়েকটা ওটিটি প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছে, এখন যেখানে হয়।’

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728