Header Ads

ad728
  • Breaking News

    তালাক দেওয়া বউ না পেয়ে যুবকের আত্নহত্যা



    মোঃ নজরুল ইসলাম জাকি:  বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নে বউকে তালাক দেওয়ার পরে আবার বউ আনতে ব্যর্থ  হওয়ায় সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে মিঠুন পারভেজ (২৪) নামের এক যুবক আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। নিহত মিঠুন পারভেজ ম্যাচকান্দি (জোরগাছা) গ্রামের আনোয়ার হোসেন হয়রত এর ছেলে।

    বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্য হয়।

    স্থানীয়দের নিকট থেকে জানা যায়,  ৪বছর আগে সুঘাট ইউনিয়নের সুটিবাড়ী গ্রামের হাফেজ উদ্দিনের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সংসার চালাতে গিয়ে কিছু   ঋণগ্রস্থ হয়। পরে মিঠুনের স্ত্রী শারমিন তার বাবার বাড়িতে চলে যায় এবং আলোচনার মাধ্যমে তালাক প্রাপ্ত হয়। 

    পরে মিঠুনের পরিবার সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায়।

    সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ জানান, গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার মিঠুন সুটিবাড়ী শশুরবাড়িতে স্ত্রীকে আনতে যায়। আবার তার স্ত্রীকে নেওয়ার জন্য বললেও স্ত্রী না আসায়  সে গ্যাস ট্যাবলেট খেয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন।  

    এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, এ প্রেক্ষিতে একটি ইউডি মামলা করা হবে এবং ময়না তদন্তশেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728