Header Ads

ad728
  • Breaking News

    শাজাহানপুরে কিন্ডারগার্ডেন স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশ

    মোঃ ছানোয়ার হোসেন- শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় শাজাহানপুর উপজেলা কিন্ডারগার্ডেন স্কুল এসোসিয়েশনের ২০২২ইং সালের বৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২৯ডিসেম্বর বৃহঃস্পতিবার বিকেলে এসোসিয়েশনের (দায়িত্ব প্রাপ্ত) পরিক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এই ফলাফল প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ও নিউ জেনারেশন শিক্ষা একাডেমীর পরিচালক রশিদুল ইসলাম,আদর্শ কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালক আপেল মাহমুদসহ শিক্ষার্থী অভিভাবক এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

    এবারের পরিক্ষায় উপজেলার মোট পনেরটি কিন্ডারগার্ডেন স্কুলের ৪১২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরিক্ষায় মোট ১৫২জন শিক্ষার্থী বৃত্তি পান। এদের মধ্য ৫৬জন ট্যালেনপুলে ও ৯৬জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। ট্যালেনপুল বৃত্তিতে ২০টি ট্যালেনপুল বৃত্তি নিয়ে উপজেলা সেরা হয় জামাদারপুকুর মডেল কেজি একাডেমী এবং ০৮টি ট্যালেনপুল বৃত্তি নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে শৈলধুকরী নিউ জেনারেশন শিক্ষা একাডেমী। সাধারন গ্রেডে ৩৭টি বৃত্তি পেয়ে উপজেলা সেরা হয়েছে আদর্শ কিন্ডারগার্ডেন স্কুল কাটাবাড়িয়া এবং ১৬টি সাধারন বৃত্তি পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে শৈলধুকরী নিউ জেনারেশন শিক্ষা একাডেমী। সব মিলিয়ে ৩৮টি বৃত্তি নিয়ে উপজেলা সেরা কিন্ডারগার্ডেন স্কুল নির্বাচিত হয়েছে আদর্শ কিন্ডারগার্ডেন স্কুল কাটাবাড়িয়া। এ বিষয়ে উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের পরিক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম জানান, সুষ্ঠ নিরপেক্ষ পরিক্ষা গ্রহন ও খাতা মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের ট্যালেনপুল ও সাধারন গ্রেডে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728