Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে ফসলি জমিতে পুকুর খনন, ভেকু মালিকের দেড় লাখ টাকা জরিমানা

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন করার দায়ে আবুল কাশেম নামের এক ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২৮ডিসেম্বর) বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রি এবং রাস্তার ক্ষতি সাধনের দায়ে এ অভিযান পরিচালনা করা হয়। সেসময় জমির মালিক পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে আবুল কাশেম নামের ওই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিত পুকুর খনন ও মাটি পরিবহণের মাধ্যমে রাস্তার ক্ষতিসাধন করলে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728