বগুড়া-৪ আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আনোয়ার হোসেন রানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রাম-কাহালু ৩৯, বগুড়া-৪ আসনে সংসদীয় উপ-নির্বাচন উপলক্ষে গত ২৯শে ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিলেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা এলএলবি। জানা গেছে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন সংসদ থেকে পদত্যাগ করার পর আসনটি এখন ফাঁকা হয়ে পড়েছে। এই আসনটিতে হবে উপ-নির্বাচন। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণের পর সংসদ সচিবালয় বিজ্ঞপ্তি দিয়ে এই আসন শুন্য ঘোষণা করে। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে শুন্য আসনগুলোতে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। ইতমধ্যেই বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে শুরু হয়েছে নির্বাচনের আমেজ। তাই ২৯শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা এলএলবি। ঐসময় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই