ধুনটে বিবাহ বিচ্ছেদে বাধা দেওয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আহত
ধুনট বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিবাহ বিচ্ছেদে বাধা দেওয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার নিমগাছী গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত স্বপন মিয়া কে আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত ছোট ভাই স্বপন মিয়া ও আহত বড় ভাই কামাল পাশা ওই গ্রামের জনাব আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংসারে দাম্পত্যজীবনে মিল মহব্বত না হওয়ায় দুই সন্তানের জনক স্বপন মিয়া তার স্ত্রীকে তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ঘটনার দিন মঙ্গলবার সকালে বিবাহ বিচ্ছেদ বাধা দেয় স্বপনের বড় ভাই কামাল পাশা। এতে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে স্বপন মিয়া ক্ষুব্ধ হয়ে ঘর থেকে ধারালো দেশীয় ছুরি এনে কামাল পাশাকে আঘাত করে। পরে স্থানীয়রা ছুটে এসে স্বপনকে আটকের পর থানায় সোপর্দ করে। অপরদিকে আহত কামাল পাশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত স্বপন মিয়া বলেন, তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না চলায় তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু মঙ্গলবার বড় ভাই তালাকে বাধা দিলে তার সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাগের মাথায় তাকে ছুরি দিয়ে আঘাত করি।
ধুনট থানার অফিসার ইনচার্রজ রবিউল ইসলাম জানান, স্বপনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই