নন্দীগ্রামসহ দেশের ৫০টি মডেল মসজিদের উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামসহ সারাদেশে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশনের সার্বিক বাস্তবায়নে ও গণপূর্ত অধিদপ্তরের পূর্ত কাজ বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সকল ১১.২৫ মিনিটে গণ ভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তন এবং ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতি কেন্দ্রের ভার্চুয়ালী’র মাধ্যমে এক যোগে উদ্বোধনের ঘোষনা করেন। নন্দীগ্রামে নব নির্মিত মডেল মসজিদ মিলনায়তনে ভার্চুয়ালী’র মাধ্যমে অংশগ্রহণ করেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, নন্দীগ্রাম পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান, নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রায়হানুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, নন্দীগ্রাম থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, আবুল কালাম, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, নন্দীগ্রাম থানার ইমাম ও মোয়াজ্জেমগন এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি’র উদ্বোধনের পরে মোনাজাতের মাধ্যমে দেশবাসীর জন্য দোয়া কামনা করা হয়।
কোন মন্তব্য নেই