শেরপুরে সভাপতি শহিদুল ইসলাম বাবলু সহ ৪ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত
মোঃ নজরুল ইসলাম জাকিঃ শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু সহ যুবদলের আহবায়ক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহ ৪ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৩১ জানুয়ারী) বিকাল সাড়ে ০৪ ঘটিকায় বগুড়ার শেরপুরে বিএনপির দলীয় অফিসের সামনে শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, তিনি বলেন আওয়ামীলীগ সরকার লুটপাটের সরকার, বড় বড় নেতাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে অতিতের মত ভয় দেখাতে চায়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ভয় পায় না। অতি দ্রুত সময়ের মধ্যে বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোঃ কাওছার আলী কলিন্স ও মোঃ শিলুকে মুক্তি দিন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, কৃষকদলের সভাপতি আবু সাইদ, যুবদলের যুগ্ন আহবায়ক সবাইদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীর সহ নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে দলীয় অফিসের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বিশ্বরোড অতিক্রম করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক।
কোন মন্তব্য নেই